নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ধর্মের নাম ব্যবহার করে কেউ অরাজাকতা করবেন তা মেনে নেয়া হবে না। সেই সাথে মসজিদে মন্দিরে গির্জায় হামলা করবেন তা করতে দেয়া হবে না। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ। সেই লক্ষে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে শহরের শহীদ মিনারে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শ্রোতাদের উদ্দেশ্যে এসপি হারুন বলেন, আপনাদের ভয় পাওয়ার কোন কারন নেই। আপনারা যদি মনে করেন কেউ আপনার জায়গা দখল করে নিচ্ছে, এমনকি আপনার মন্দিরের জায়গা দখল করার চেষ্টা করে তাহলে আপনি সরাসরি আমাকে জানাবেন। একই সাথে আপনার এলাকায় কেউ যদি মাদক ব্যবসা করে আপনারা স্বচ্ছন্দে আমাদের জানাবেন। আজকে একদিকে সরকারের উন্নয়ন অপরদিকে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন বেরেছে। তেমনি ভাবে বিভিন্ন এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে।
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব তখনি ভালো লাগবে যখণ আপনি তা উপভোগ করবেন। সকলে আনন্দ ঘন পরিবেশে দায়িত্ব পালন করবেন। পাশা পাশি আমি পুজা উদযাপন কমিটির নেতাদের বলবো আপনারা পর্যাপ্ত পরিমান ভলান্টিয়ার নিয়োগ করবেন। সেই সাথে সিসি ক্যামেরা বসাবেন। আমরা চেষ্টা করবো প্রত্যেকটি পুজা মন্ডপ পরিদর্শন করার জন্য।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাষ সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নুরে আলম, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি অরুন দাস সহ প্রমুখ।