আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মের ঊর্ধ্বে খোরশেদ

সংবাদচর্চা রিপোর্ট:

ধর্মের ঊর্ধ্বে উঠে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফন করছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ । বুধবার তিনি দুটি করোনা রোগী দাফন করেছেন । তার মধ্যে একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে। সকালে আমলাপাড়া এলাকার সিগমা বেগমকে দাফন করেন। এরপর তিনি গলাচিপা কুড়িপাড়ার দিনেশ মোদক (৬০) কে নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শশ্মানে দাহ করেন। এসময় কাউন্সিলর খোরশেদ বলেন, “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” আমরা মুসলিম ও হিন্দু একই রক্তের ভাই ধন্যবাদ করোনা, তুমি আমাদের মানুষ কেরেছো।

প্রসঙ্গত করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জে প্রথম সোচ্চার হয়েছেন কাউন্সিলর খোরশেদ। তিনি হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিনামূল্যে বিতরণ করেছেন। তালিকা করে ঘরে ঘরে খাদ্য পৌছে দিচ্ছেন। চালু করেছেন টেলি স্বাস্থ্য সেবা।