তাওসিফ মাইমুন: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য বিএনপির মনোনয়ন প্রার্থীদের হাতে দ্বিতীয় দিনে আবারো মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দেয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দলটি।
মঙ্গলবার বেলা ১২টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।
দ্বিতীয় দিনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন যারা :
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ব্যারিস্টার কায়সার কামাল, ময়মনসিংহ -১আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স,আবজাল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে মনোনয়নের চিঠি পেয়েছেন, শেখ মোহাম্মদ শামীম মিয়া,ব্রাম্মনবাড়িয়া -৩ তৌহিদুল ইসলাম, ফরিদপুর -৪ আসনে শাহরিয়ার ইসলাম শায়লা, কুষ্টিয়া-১ রেজা আহমেদ, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া -৩ সোহরাব উদ্দিন, জাকির হোসেন সরকার, জামালপুর -৪ মো: ফরিদুল কবীর তালুকদার শামীম, চট্টগ্রাম -১ কামাল উদ্দিন, চট্টগ্রাম- ৫ মীর মোহাম্মদ নাসির উদ্দিন।
চট্টগ্রাম -৯ সাইফুল, ময়মনসিংহ -৩ আহমেদ তায়েবুর রহমান, ময়মনসিংহ -১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আলী আজগর, আফজাল ইসলাম, ময়মনসিংহ -২ শাহ শহীদ সোরোওয়ার, ময়মনসিংহ -৩ তবিবুর রহমান হীরন,
ময়মনসিংহ -১০ এ বি এম সিদ্দিকুর রহমান, বরগুনা -২ এ্যাড.খন্দকার মাহবুব, নেত্রকোনা -৩ রফিকুল ইসলাম হেলালী, টঙ্গাইল -৪ লুৎফর রহমান, কুমিল্লা-৬ হাজী আমিনুর রশীদ ইয়াসিন, সাতক্ষিরা-৪ কাজী আলাউদ্দিন, শেরপুর – ২ এ কে এম মোখলেসুর রহমান রিপন।
এর আগে সকাল থেকে মনোনয়নের চিঠির জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বাইরে ভিড় জমান নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় মনোনয়নের চিঠি দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল সাড়ে ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। এরপরই মনোনীতদের চিঠি দেয়া শুরু হয়।