আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বিগুবাবুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে খাজা মইনুদ্দিনের ওরস

নারায়ণগঞ্জ দ্বিগুবাবু বাজার ব্যবসায়ীদের উদ্যোগে হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ) দুই দিনব্যাপি বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় গত বৃহস্পতিবার ওরশ মোবারকের প্রথম দিনে বাদ এশা মিলাদ মাহফিল দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়।  ওরশের দ্বিতীয় দিন শুক্রবার নেওয়াজ বিতরন করা হয়। করোনা ভাইরাজ মোবাবেলায় প্রশাসনের নির্দেশে ওরশ মোবারকের অন্যান্য কর্মসূচীর মধ্যে ওয়াজ মাহফিল ও বাংলা বয়াতি গানের আসর স্থগিত রাখা হয়। ওরশ মোবারকের ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোঃ শুক্কুর মিয়া, সুমন বেপারী, শাহাদাৎ হোসেন, নাজমুল হাসান, মুকুল বাবু, আকবর হোসেন, শফি হোসেন, মিঠু, রাজু, আক্তার, সুমন ভান্ডারী, ফকির হোসেন প্রমুখ।

হযরত খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ) বাৎসরিক মিলাদ ও ফাতেহা পাঠের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়। বিশেষ ভাবে দেশে বর্তমান করোনা ভাইরাস থেকে দেশবাশিকে রক্ষা করা জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।