আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দোকান থেকে চাঁদা আদায়,সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ৩

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের সোনামিয়া নতুন বাজার-আদমজী এ্যাকটিভ হাই স্কুল এলাকায় গত ২৭ আগস্ট চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব -১১। অভিযানে তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাহিদ হাসান (২৮) , মোঃ বিল্লাল হোসেন (৩৬) , মোঃ রফিকুল ইসলাম (৪২) । গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৬,৪৮০/- টাকা উদ্ধার করা হয়।

শনিবার ( ২৮ আগস্ট) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া নতুন বাজার আদমজী এ্যাকটিভ হাই স্কুল এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২৫০/-টাকা থেকে ৩০০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।