নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন (প্রামাণিকরন) বাতিল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কাছে তথ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, একজন সাংসদ সেদিন নিশ্চিত করেছে যুগের চিন্তাকে দুশ্চিন্তা! এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ডিক্লেয়ারেশন করেছেন। তাহলে অত্যন্ত দৃশ্যমান যে, তিনি তার সন্ত্রাসীবাহিনী, তার ক্যাডার বাহিনী যারা নারায়ণগঞ্জে দাবিয়ে বেড়ায়, যারা নারায়ণগঞ্জকে জিম্মী করে রেখেছে তারাই আজকে যুগের চিন্তাকে বন্ধ করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, দয়া করে সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট করবেন না। আমরা আপনার কোন অনিয়ম পেলে তবে আমরা আমাদের লেখনীর মাধ্যমে তা তুলে ধরবো।
জেলা প্রশাসকের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, আপনি সরকারি কর্মচারী, আপনার দায়বদ্ধতা সরকারের কাছে। কিন্তু জনগণের চিন্তা না করে, পাঠকের চিন্তা না করে কি কারণে, যুগের চিন্তার মতো পত্রিকা বন্ধ করে এই সরকারকে আবার সমালোচনার মুখে ঠেলে দিলেন। কেন আমাদের রাজপথে নামতে হলো, তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। এই ব্যাখা না দিয়ে আপনি নারায়ণগঞ্জ থেকে যেতে পারবেন না।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, নারায়ণগঞ্জে সর্বাধিক ও সাহসী দৈনিক যুগের চিন্তার ডিক্লারেশন অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যুগের চিন্তাকে যে কারণ দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। আমার মনে হয় এমন ঠুনকো কারণে পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সারা বাংলাদেশে একটিও ঘটেনি। সাংবাদিকতার ইতিহাসে এটি একটি কালো দিন। যেখানে যুগের চিন্তার মত পত্রিকাকে বন্ধ করে দেয়া হল এবং সেই একই নেগেটিভ কারণে আমরা আলোচিত হলাম।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ বলেন, আমরা সাংবাদিকরা এভাবে দাঁড়াবো প্রতিবাদ জানাবো এটা আমরা কখনওই প্রত্যাশা করি না। নারায়ণগঞ্জের এ পত্রিকাটি কেন বন্ধ হয়ে গেছে? তা প্রধানমন্ত্রীর জানা দরকার আছে। তাকে জানানোর জন্যই আমাদের আজকের এ প্রতিবাদ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, যুগের চিন্তাকে বন্ধ করে দেয়াটা নারায়ণগঞ্জবাসীর জন্য মোটেও সুখকর নয়। এটা অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যে পর্যন্ত না এ পত্রিকার নিবন্ধন পূর্নঃবহাল না করা হচ্ছে সে পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভুঁইয়া শামীম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কবি হালিম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক সংবাদচর্চা সম্পাদক ও প্রকাশক মুন্না খান, দৈনিক যুগের চিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এজাজ কুরেশী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম, লাইভ নারায়ণগঞ্জের প্রকাশ ও সম্পাদক কামাল হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জাল হোসেন, অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি রাসেল আদিত্যসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।