নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ও প্রচার সংখ্যায় সব চেয়ে এগিয়ে “দৈনিক যুগের চিন্তা” পত্রিকার ডিক্লারেশন বাতিল করায় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। শুক্রবার সংগঠনের বর্ধিত সভায় এ নিন্দা জানো হয়। এক সদস্যের উন্থাপিত প্রস্তাবে সর্বসম্মতিক্রমে গণমাধ্যমে পাাঠানো যৌর্থ একটি লিখিত বৃবিতিতে সংগঠনটির সাংবাদিকরা উল্লেখ্য করেন, যুগের চিন্তা পত্রিকাটি শুরু থেকে একটি টগবকে যুবক। ছিলো ও আছে সত্যের পক্ষে। যুগের চিন্তা নির্যাতিত নারীদের পক্ষে।
নির্যাতিত একজন পুরুষের পক্ষে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। দেশ প্রেমিক ও নিষ্ঠাবান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষে। নির্যাতিত সাংবাদিকের পক্ষে সব লিখে এসেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এ যুগের চিন্তা পত্রিকা। সম্প্রতি পত্রিকাটি জেলার মধ্যে ১নং স্থান অধীকার করেছেন। এ কারণেই নারায়ণগঞ্জ জেলা তথা সবকটি উপজেলার মানুষের মনে প্রতিদিন খোড়াক জোগিয়ে চলছেন। দিন দিন বেড়েই চলছে এর প্রচার সংখ্যা। সামান্য একটি খোড়া অযুহাতে পত্রিকার ডিক্লারেশন বালিত হতে পারে না। তবে পত্রিকাটি বন্ধে জেলার সব সাংবাদিক আজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন।
বিবৃতিতে তারা আরো উল্লেখ্য করেন, পত্রিকার বন্ধ করে দেওয়ায় লাখো পাঠকের মনে চরম আঘাত লেগেছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছে এর সাথে জড়িত সংবাদকর্মী। আমরা সাংবাদিক মহল দ্রুত আমাদের প্রিয় ও বহুল প্রচারিত যুগের চিন্তা পত্রিকাটির ডিক্লারেশন ফিরি দেওয়ার জোর দাবী জানাচ্ছি।