আজ সোমবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে: কাজী মনির

 

টি.আই. আরিফ :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, পাকিস্তান আমাদের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছে। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। শিক্ষার্থীরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা মুক্তিযোদ্ধারা হারতে জানি না।
গতকাল সকালে বরপা হাজী নূর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে তারাব পৌর শাখার মেধা বৃত্তি পরীক্ষা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাজী মনিরুজ্জামান আরও বলেন, রূপগঞ্জে আমি বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছি। রূপগঞ্জ এগিয়ে যাবে। বিগত সরকারের আমলে আমরা রূপগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারি নাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের স্ত্রী সেলিনা জামান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান, রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী আরিফ।
সেলিনা জামান বলেন, রূপগঞ্জের মানুষের পাশে আমি আছি। সবাই আমাদেরকে ভোট দিয়েন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে কাজী মনির ভাই রূপগঞ্জের এমপি হবেন।