সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলশ খন্দকার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য বিশ্ব বধির সংস্থার উদ্যোগে ১১৯টি রাষ্ট্রের বধির সংগঠনের প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে সস্ত্রীক দেশ ছেড়েছেন ।
রোববার (৯ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তৈমূর আলম খন্দকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব বধির সংস্থার উদ্দ্যোগে ১১৯টি রাষ্ট্রের বধির সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি ও বিএনপি নেতা এড. তৈমুর আলম খন্দকারকে এশিয়া মহাদেশের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ উদ্দেশ্যে এড. তৈমূর গত ৮ জুন ভারতের উদ্দেশ্যে স্ত্রীসহ বাংলাদেশ ত্যাগ করেছেন।
এদিকে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে রূপগঞ্জের তারাবো পৌর ওলামা দলের সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা কামাল খাঁন দীর্ঘদিন অসুস্থ্য থাকায় তার রোগ মুক্তি কামনা করেছেন তৈমূর আলম খন্দকার।