নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন পেছাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
এদিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে।
ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই না ফ্যাসিস্ট হয়ে যাই এমনই আশঙ্কা করছেন বিএনপির মির্জা আব্বাস।
তিনি বলেন ফ্যাসিজমের জন্য আন্দোলন হয়নি। কেউ নিজের মতামত, আদর্শ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিবে এটা হতে পারে না। আমি আমার মতামত প্রকাশ করতেই পারি। আমার মতামত আপনাকে মানতে বাধ্য করবো এটা হতে পারে না।
তিনি আরও বলেন,“এজন্য বিশ্বব্যাপী যে একটা নিয়ম আছে অর্থাৎ ভোট, ইলেকশন এর মাধ্যমেই এগিয়ে আসতে হবে। আমার ইচ্ছা হলে আমি করবো, মানবো। না মানলেই স্বৈরাচার হয়ে যাবে এটা ঠিক নয়। তবে কিছু কিছু লোক ইদানিং কথা বলছে যার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন যেটা হচ্ছে, যেটাতে সবচেয়ে ভয় পাচ্ছি, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজে যেন ফ্যাসিস্ট হয়ে না যাই। অনেকের কথাবার্তা ও ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে, দেশে নতুন আরেকটা ফ্যাসিজম পয়দা হয়েছে। এটার জন্য তো দেশ-জাতি আন্দোলন করেনি।