চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত হয়েছেন পলাশ আহমেদ, যিনি অভিনেত্রী শিমলার সাবেক স্বামী। শিমলা নিজেই জানিয়েছেন পলাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং চারমাস আগে তাদের ডিভোর্স হয়ে গেছে।
বয়সে ছোট পলাশের সঙ্গে বিয়ে হওয়াতেই আলোচনায় এসেছেন ‘ম্যাডাম ফুলি’ ছবির নায়িকা শিমলা। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে একটি অনলাইন পত্রিকাকে বলেছেন,’মুম্বাইতে আমি ভালো আছি। সুখে আছি। এখন যে ঘটনা ঘটেছে তার তদন্তের স্বার্থে যদি দেশে আসতে হয় তাহলে আসবো। তদন্তের জন্য প্রস্তুত আছি। দেশের স্বার্থে যেকোনো সময় তদন্তের মুখোমুখি হতে আমি রাজি।’
এছাড়া স্বাবেক স্বামী পলাশের এমন কর্মে লজ্জা প্রকাশ করেন এ অভিনেত্রী। তিনি জানান, বিশ্বে দেশকে এমন ঘৃণিতভাবে উপস্থাপন করার জন্য অন্যদের মতো তিনিও মর্মাহত ।

