সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট. আনিসুর রহমান দিপু বলেছেন, খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামী। সেই আসামীর জামিন শুনানী হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু সেই জামিন শুনানী নিয়ে কিছু আইনজীবী লেবাসধারী সন্ত্রাসীরা নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আইনজীবীদের নামে যারা সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতপাড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ও জালাওপোড়াওয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
আনিসুর রহমান দিপু আরও বলেন, যারা এতিমের টাকা মেরে খায় তাদের পক্ষে বাংলাদেশের জনগন নাই। দেশের আইন তার সু-শাসনের পথেই চলছে, এটাকে যদি কেউ নিজের মতো প্রতিষ্ঠা করতে চায় তাহলে সে বোকার রাজ্যে বসবাস করে। আমরা ঐক্যবদ্ধ আছি, আদালতে বহিরাগতদের ঘুড়াঘুড়ি বা কোন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটতে দেওয়া যাবে না।
এ সময়ে আদালত পাড়ায় বেশ কয়েকবার বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় আওয়ামীপন্থী আইনজীবীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. খোকন সাহা, এড. মাসুদ উর রউফ, তরাজ উদ্দিন, হাবিব আল মুজাহিদ পলু, মাহমুদা মালা, আনোয়ার হোসেন, আলী আহম্মদ ভূইয়া, আব্দুর রউফ মোল্লা, জালাল উদ্দিন, ওমর ফারুক, আল মামুন ভূইয়া প্রমুখ ।