আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশীয় অস্ত্রসহ ধরা পরল পেশাদার তিন ডাকাত

নিজস্ব প্রতিবেদক:

ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় ডাকাত দলের পেশাদার তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও দেশীয় তৈরি একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

শনিবার (৩ জুলাই) দিবাগত মধ্যরাতে ফতুল্লার শাসনগাঁওস্থ মেথর খোলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ভোলাইল গেউদ্দার বাজারের রেশমার বাড়ীর ভাড়াটিয়া মৃত: হাবিবুর রহমানের পুত্র মোঃ আরিফ হোসেন (৩৭), একই থানার মুসলিমনগর এতিমখানার হাজী সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মৃত আঃ রাজ্জাক মিয়ার পুত্র রকিবুল হাসান রনি (৩১) ও জেলার সদর থানার বাবুরাইল নয়াপাড়ার জোড়া ব্রিজস্থ মফিজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া শারজাহানের পুত্র মোঃ শাহাদৎ (২১)।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে ও রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।