নবকুমার:
দেশকে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ভূলতা ফ্লাইওভার মাইল ফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শনিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতা ফ্লাইওভার উদ্বোধন ঘোষণার পর গোলাম দস্তগীর গাজী যান চলাচলের জন্য রাস্তা খুলে দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ ।
মন্ত্রী বলেন, ২০৪১ সালে দেশ কে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মাইল ফলক হিসেবে কাজ করবে ভূলতা ফ্লাইওভার। সিলেট চট্টগ্রাম থেকে মালামাল ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে গেলে এই ভূলতা ফ্লাইওভার ব্যবহার হচ্ছে। স্বল্প সময়ে কারখায় মালপত্র পৌছে যাচ্ছে কারখানার উ’পাদন বৃদ্ধি পাচ্ছে । যানজট হ্রাস পেয়েছে যাত্রী ভোগান্তি দূর হয়েছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে তার কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের জীবন যাত্রার মানের উন্নয়ন হয়েছে। যোগাযোগ বিদ্যুত তথ্যপ্রযুক্তি চিকি’সা শিক্ষা সহ সকল ক্ষেত্রে বিপ্লব ঘটেছে।
রূপগঞ্জ বাসীর দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন করায় রূপগঞ্জ বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এছাড়া গোলাম দস্তগীর গাজী ভূলতা ফ্লাইওভার উদ্বোধন শেষে দোয়া এবং চালকদের মাঝে মিষ্টি বিতরণ করেছে।
এসময় উপস্থি ছিলেন,তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী ,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ অনেকে।