আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেওভোগে মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জামি’আ আরবিয়া দারুল উলূম মাদ্রাসার কমিটির শুন্য পদগুলো দুর্নীতিমুক্ত মানুষ দ্বারা পূরণ করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) জুম্মার নামাজের পর মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার বর্তমান ও সাবেক ছাত্ররা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় তারা বলেন, মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের এই মাদ্রাসাকে নিয়ে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। আলেম ওলামাদের সাথে কোন ধরণের বেয়াদবি করার চেষ্টা করবেন না। ছাত্রদের কোন ধরণের হয়রানী করার চেষ্টা করবেন না। আমরা চাই আগামী ১ সপ্তাহের মধ্যে এই এলাকার গন্যমান্য ব্যক্তি মাদ্রাসার সাথে জরিত সকল মুসুল্লিদের পরামর্শে মাদ্রাসা কমিটির শুন্য পদ গুলো পূরন করা হোক।

তারা আরও বলেন, আমরা প্রয়োজনে আমাদের এখানের স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান সাহেবের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, জামি’আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদ্রাসার মেনেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে শনিবার (২২ জানুয়ারি) মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করে। পরে বাধ্য হয়ে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে মো. শাহ নেওয়াজ।