আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে : সিইসি

সিইসি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, আশা করি সবাই সহযোগিতা করবেন। আচরণবিধি, নির্বাচনের নিয়ম-কানুন সবাই মেনে চলবেন।

এর আগে সকাল পৌনে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে ইসি কমিশনাররা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।