আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দূর্নীতি তদন্তে কুড়েরপাড় শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ সহ নানা প্রকার অনিয়মের বিষয়ে সরেজমিন তদন্তে শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয় যান জেলা শিক্ষা অফিসার। গতকাল সকালে সদর থানাধীন আলীরটেক ইউনিয়নের শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ে যায় জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল।
বিদ্যালয়টির অনিয়ম নিয়ে স্থানীয়দের বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগের পরে তদন্তে এল সংশ্লিষ্টরা।

স্থানীয় সাধারণ মানুষের বহুদিনের দাবী বিদ্যালয়টি সর্ম্পূণ দূনীর্তি মুক্ত হউক। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ বিদ্যালয়ে জড়ো হতে থাকে।

তদন্ত প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার সাংবাদিকদের জানায়, আমরা অভিযোগ হাতে পেয়েছি, সুষ্ট তদন্ত করে মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা,বিভাগীয় শিক্ষা অফিসার, শিক্ষা মন্ত্রণায়ল এবং জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন প্রেরণ করবো। আশা করি অচিরেই বিদ্যালয়টির বর্তমান কমিটির বিরোদ্ধে আনিত অভিযোগ যাচাই বাছাই করে সুষ্ট সমাধান করা সম্ভব হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন-আলীরটেক ইউনিয়ন এর চেয়ারম্যান মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ, ইন্সপেক্টর জসিম, এসআই সাইফুল,এএসআই সোহাগসহ স্থানীয় ইউপি মেম্বার বৃন্দরা।