আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতি প্রতিরোধে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে: হাছিনা গাজী

নবকুমার:

তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধু গণমানুষের নেতা ছিলেন। পাকিস্থানের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন । বঙ্গবন্ধু সব সময় নিজের উপর আস্থা রেখেছেন। কখনো তিনি নিজের আর্দশচ্যূত হন নাই। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি আমাদের দেশ দিয়েছেন ভাষা দিয়েছেন। বঙ্গবন্ধুর ঋণ কোন দিন শোধ হবে না।

রবিবার তারাব পৌর সভায় বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, মাদক সন্ত্রাস দমনে আমাদের কে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।  বঙ্গবন্ধু  দুর্নীতি মাদককে কঠোর হাতে দমন করেছেন। কিন্তু দু:খের বিষয় এক শ্রের্নীর দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী আন্তর্জাতিক চক্রান্ত করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু কে সপরিবারে হত্যা করে। দেশে দুর্নীতি মাদক সন্ত্রাসের রাজত্ব কায়েক করে। তিনি বলেন, জিয়াউর রহমান মাদকের লাইসেন্স দিয়েছে।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে  তার কন্যা শেখ হাছিনা কাজ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই বঙ্গবন্ধুর  সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। দুর্নীতি এবং শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন ,নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর ,তারা‌ব পৌরসভা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোফাজ্জল হো‌সেন ভুঁইয়া, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তাাফজুর রহমান শা‌হিন, আওয়ামী লীগ নেতা আমজাদ হো‌সেন ভুঁইয়া, ও আব্দুল মান্নান ভুঁইয়া, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, তারাব পৌর সভার কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ,অামির হোসেন ভুঁইয়া, বিএম আ‌তিকুর রহমান, র‌ফিকুল ইসলাম ম‌নির রাসেল সিকদার, আ‌নোয়ার হো‌সেন, লায়লা পারভীন, আসমা বেগম, জোসনা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার প্রধান প্র‌কৌশলী জেড এম আ‌নোয়ার।

এছাড়া হাছিনা গাজীর নেতৃত্বে তারাব পৌরসভায় বঙ্গবন্ধুর জন্ম দিনে দোয়া  র‌্যালী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।