আজ শুক্রবার, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতি আমাদের জাতীয় রোগ: কাজী মনির

সংবাদচর্চা রিপোর্ট :
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ৬ এপ্রিল সকালে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে আমি রাজনীতি চাই না। শিক্ষার্থীরা এই দেশের ভবিষ্যৎ কর্ণধার। আমাদের জাতীয় রোগ দুর্নীতি । আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
কাজী মনির আরও বলেন, আমি ভালো রেজাল্ট চাই। আমি আশাবাদী আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে । পরীক্ষার সময় যাতে সড়কে যানজট না লাগে তার জন্য আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি।
এসময় উপস্থিত ছিলেন রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল কবীর, শিক্ষিকা নিগার সুলতানা, শিক্ষক হারুণ অর রশিদ, কার্তিক মন্ডল,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমানসহ অনেকে।

সর্বশেষ সংবাদ