আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্দান্ত প্রত্যাবর্তন সাকিবের

অনলাইন রিপোর্ট: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সুনিল অ্যামব্রিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় ৯ রানের মাথায় নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন টাইগার পেসার মুস্তাফিজ। অ্যামব্রিস আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন।

মুস্তাফিজের পর এবার ক্যারিবীয় শিবিরে ‘হ্যাট্টিক আঘাত’ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর মাঠে নেমে প্রথমেই বোল্ড করেন আন্দ্রে ম্যাকার্থি। এরপর সাজঘরে পাঠান এনক্রুমাহ বোনার ও জেসন মোহাম্মদকে। আন্দ্রে ম্যাকার্থি আউট হওয়ার আগে ৩৪ বলে ১২ এবং শূন্য রানে ফিরেন এনক্রুমাহ বোনার। জেসন মোহাম্মদ আউট হওয়ার আগে ৩৬ বলে ১৬ রান।এর আগে-হঠাৎ বৃষ্টি শেষে খেলা শুরু হলে জশুয়া ডা সিলভাকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে সিলভা ১৩ বলে ৯ রান করেন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ৫৬ রান। মুস্তাফিজ ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। সাকিব ৫ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন।