দুই বাংলার যৌথ উদ্যোগে নতুন অ্যালবাম এপারের ৮ ওপারের ৮’
বিনোদন: নতুন করে ‘এক নির্ঝরের গান’ নিয়ে আসছেন এনামুল করিম নির্ঝর। অ্যালবামটি তিনি সাজিয়েছেন দুই বাংলার শিল্পীদের নিয়ে। নাম দিয়েছেন ‘এপারের ৮ ওপারের ৮’।
এতে বাংলাদেশের এবং কলকাতার শিল্পীরা আটটি করে গানে কণ্ঠ দিয়েছেন। শিল্পীরা হলেন কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা, সৌমদত্তা, মুন, লিমন, পিন্টু ঘোষ, ইমন, জয়িতা, রিয়াদ, মেহেদী ও গৌরব।
সংগীতায়োজনে সৌরভ চক্রবর্তী, অর্ক সুমন, অনম বিশ্বাস, রোকন ইমন, লাবিক কামাল গৌরব, রেজাউল করিম লিমন, অটামনাল মুন ও রিয়াদ।
সব গানেরই কথা ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, ভারতের টাইমস মিউজিক এবং গানশালার ইউটিউব চ্যানেলে।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এনামুল করিম নির্ঝর বলেন, গানগুলোতে নিজস্ব ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।

