আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই দিনের রিমান্ডে হকার নেতা আসাদ

সংবাদচর্চা অনলাইনঃ

পুলিশের মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলামসহ তিন আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ১৪ই মার্চ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে ৭ দিনের রিমান্ডে আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত ৩ জন হলেন,আসাদুল ইসলাম (৪০), কালু গাজী (৪০) ও মানিক দেওয়ান (৩১)।

বুধবার ১০ই মার্চ সকালে সদর মডেল থানা পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের চেষ্টা, সরকারি কাজে বাধা, সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে ২৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আসাদুল ইসলাম (৪০), কালু গাজী (৪০) ও মানিক দেওয়ানকে (৩১) গ্রেফতার দেখানো হয়।

ওইদিন সকালেই এই ৩ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয়। আদালত রিমান্ড শুনানির জন্য ১৪ মার্চ তারিখ ধার্য করেন।