আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দীপু ভুঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা

সংবাদচর্চা রিপোর্ট :

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
তিনি জানান, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তাদের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন। ফলে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।
প্রসঙ্গত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।