আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দীপিকা-রণবীরের সম্পর্কে ফাটল !

মাস দুয়েক হল বিয়ে হয়েছে দীপিকা পাডুকোন ও রণবীর সিংহের। এখনও দু’জনের ইনস্টাগ্রামে শোভা পাচ্ছে তাদেন প্রেমের, বিয়ের ছবি, ভিডিও। কিন্তু এরই মাঝে ফাটল দেখা গিয়েছে তাদের সম্পর্কে! দীপিকাকে উদ্দেশ্যে করে রণবীরের একটি বক্তব্য ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

আনন্দবাজার জানায়, দীপিকার সঙ্গে ফ্লাট করার পাশাপাশি অপর এক নারীর সঙ্গেও সম্পর্ক বজায় ছিল রণবীরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে এমন মন্তব্য করেন ‘পদ্মাবত’ এ নায়িকা।

সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘আমি সে সময় যশরাজে ছিলাম। রণবীরও ছিল। ও ফ্লার্ট করত আমার সঙ্গে। কিন্তু আমি জানতাম ও অন্য একজনের সঙ্গে ডেট করত।’

তবে দীপিকার ওই বক্তব্যকে ভিক্তিহীন বলে উড়িয়ে দেন রণবীর সিং।

এ প্রসঙ্গে অপর এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘দীপিকা উল্টা-পাল্টা কথা বলেছে। আমার কারও সঙ্গে কোনও সম্পর্ক থাকলে সেটা সবচেয়ে আগে আপনারা জানতে পারতেন।’

এখনও পর্যন্ত প্রকাশ্যে দীপিকা-রণবীর কেউই কারও বিরোধিতা করেননি। তবে হঠাৎ করে তারা একে অপরের দোষারোপ করায় তা নিয়েও এখন নতুন জল্পনা শুরু হয়েছে সিনে মহলে।