আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দীপিকাকে নোংরা প্রস্তাব

দীপিকাকে নোংরা প্রস্তাব

দীপিকাকে নোংরা প্রস্তাববিনোদন ডেস্ক:

ভারতের চলচ্চিত্রের জনপ্রিয় এবং নাম্বার  ওয়ান নায়িকা দীপিকা পাড়ুকোন।পরিচালক-প্রযোজকদের যে কোন ছবির জন্য এখন প্রথম পছন্দ হালকা পাতলা গড়নের লম্বাদেহী নায়িকা দীপিকা। অভিনয় কারিশমা দেখিয়ে নিজেকে তিনি সেই পর্যায়েই নিয়ে গেছেন। ক্যারিয়ারের একেবারেই শুরুতে এই দীপিকাকেই কিনা দেয়া হয়েছিল নোংরা প্রস্তাব।

সম্প্রতি ভারতীয় ইভিনিং স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাতকারে দীপিকা বলেন, এক প্রযোজক তাকে স্তন বড় করতে বলেছিলেন। তবেই নাকি সিনেমায় অভিনয়ের সুযোগ দেয়া হবে। বর্তমান সময়ের সবচেয়ে সুপারহিট এ নায়িকা এমন প্রস্তাব পেয়েছিলেন তখনই, যখন কিনা তিনি প্রিয় খেলা ম্যাডমিন্টন ছেড়ে একটু একটু করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে হাটতে শুরু করেছেন।

ফিল্মের ভাষায় এটাকে বলে কাস্টিং কাউচ। যেটা নিয়ে গত বছরের এপ্রিল থেকে সরব গোটা বিশ্বের ফিল্ম জগত। এই কাস্টিং কাউচের অভিযোগেই হলিউডের নামি প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে মামলা ঝুলছে যুক্তরাষ্ট্রের একটি আদালতে। অস্কার বোর্ড থেকে ছেটে ফেলা হয়েছে তাকে। তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ শতাধিক নারীর। যাদের মধ্যে হলিউডের প্রথমসারির কয়েকজন অভিনেত্রীও রয়েছেন।

বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে অভিনয়ের সুযোগ দেয়ার নাম করে যৌন লালসা মেটানোর অভিযোগ তোলেন রিচা চাড্ডা ও কাল্কি কেকলিনের মতো মধ্যমসারির একাধিক দক্ষিণী অভিনেত্রী। তবে দীপিকার মতো প্রথমসারির কোনো অভিনেত্রী সাম্প্রতিক সময়ে এ নিয়ে ‍মুখ খোলেননি।

আগামী ১০ নভেম্বর বিয়ে হওয়ার কথা রয়েছে হালের জনপ্রিয় লাভবার্ড জুটি দীপিকা-রণবীরের।