সংবাদচর্চা রিপোর্ট:
মহাসমারোহে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার দিঘীবরাব আইডিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকালে দিঘীবরাব আইডিয়াল মাঠে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারাব পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।
দিঘীবরাব আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিঘীবরাব আইডিয়াল হাইস্কুলে সভাপতি বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের , উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল ভূইয়া, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খাঁন , জিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান।
অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মাদক থেকে দূরে রাখতে হবে। দেশী সাংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে।
সোহেল ভূইয়া বলেন, তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে বিপ্লব ঘটেছে।
কাউন্সিলর আতিকুর রহমান বলেন, শিক্ষার গুনগত মানের উন্নত করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা নকল মুক্ত পরীক্ষা ব্যবস্থা চালু করেছে।
এছাড়া অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে।