আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দলে করে ১৮ মামলার আসামি নাসির, বাদ দিলো বিএনপি

নবকুমার:

বিএনপি করার কারণে ক্ষমতাসীন দলের অত্যাচার,নির্যাতনসহ ১৮ টি রাজনৈতিক মামলার আসামি হয়েছেন আলহাজ¦ মো: নাসির উদ্দিন। সুত্রের খবর নাশকতা ,গাড়ি ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করেন প্রশাসন ও ক্ষমতাসীন দলের লোকেরা। তারপরও তিনি বিএনপি ছেড়ে কোথাও যাননি। এমনকি মক্কা শরীফে হজ¦ করার সময়ও তার বিরুদ্ধে বাংলাদেশে নাশকতা মামলা হয়। সেই নাসির উদ্দিনকে এবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে বাদ দিয়েছে দল। তিনি গত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। তাকে বাদ দেওয়ায় হতাশ তার সমর্থকরা। দলের জন্য এত কিছু করার পরও তাকে বাদ দেওয়া নিয়ে দলের ভেতরে,বাইরে অনেক কথা হচ্ছে। তার সমর্থকরা জানেন,কমিটিতে জুনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়েছে। একই ব্যক্তি ডাবল পদে আছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক থাকাকালে বিরোধীপূর্ণ জেলা বিএনপির অন্তগত ১০ টি ইউনিট কমিটি অনুমোদন দিয়ে তিনি বেশ সুনাম অর্জন করেন। বিএনপির চলমান কর্মসূচি সফল করার লক্ষ্যে তাকে রাজপথে সবর ভূমিকা পালন করতে দেখা গেছে।
এব্যাপারে তারাব পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ মো:নাসির উদ্দিন সংবাদচর্চাকে বলেন, দলের সাথে আছি, থাকবো।