আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দলের বাইরে যাচ্ছে না তৈমূর

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড.তৈমূর আলম খন্দকার বলেছেন, গোয়েন্দা সংস্থার জড়িপে আমি এগিয়ে আছি। গোয়েন্দা সংস্থা বলছে আমি নির্বাচন করলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দল যদি নির্বাচনে আসে আমি নির্বাচন করবো। গেলবার দল আমাকে নির্বাচন করার কথা বলেছিলো আমি করি নাই। তাতে আমার কর্মীরা অনেক কষ্ট পেয়েছে। এবার সেই ভুল করবো না।

তিনি আরও বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি আসবে কিনা তা নিয়ে কেন্দ্রীয় কমিটির সাথে দফায় দফায় আলোচনা হচ্ছে। যে কোনো সময় দলীয় সিদ্ধান্ত আসবে। পদে থেকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি নির্বাচন করবো না।

গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এড.তৈমূর আলম খন্দকার দৈনিক সংবাদচর্চাকে এসব কথা বলেন।

উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। মেয়র পদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড.সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গেলবার ধানের শীষ প্রতীক নিয়ে এড.সাখাওয়াত হোসেন বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী আইভীর কাছে পরাজিত হয়েছে।