আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দলীয় পদবী নেই তবুও মানুষের পাশে তৈমূর

নিজস্ব প্রতিবেদক:

দলীয় পদ-পদবী কিছুই নেই তবুও মানুষের পাশে মজলুম জননেতা এড.তৈমূর আলম খন্দকার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব মানুষের মাঝে শুক্রবার ২১ এপ্রিল বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। রূপসী জনতা ভবনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার। এসময় তিনি এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া রমজান মাসে তাকে বিভিন্ন মসজিদে ইফতার মাহফিল করতে দেখা গেছে। গত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করে পরাজিত হওয়ার পর বিএনপি থেকে তাকে বহিস্কার করা হয়। এরপর থেকে তাকে সামাজিক কর্মকান্ডে দেখা যায়।