নিজস্ব সংবাদদাতা : দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ব্রাক্ষ্মনগাও মহা শ্মশানে ২৪ ৩ম শ্মশান কালী পুজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে ,পুজা উপলক্ষ্যে ধর্মীয় আলোাচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ মোদক, সাধারন সম্পাদক রনজিত মন্ডল, যুগ্ম সম্পাদক অরুণ দাস,চিত্র রঞ্জন দাস,অজুর্ন দাস, মরন ঘোষ, রামধন দাস, মাধব মন্ডল, প্রাণ জীবন মন্ডল, হিন্দু কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র কর্মকার, যুবক মন্ডল প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেওেক হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। ১৮ ডিসেম্বর রাতে যুবক মন্ডলের পরিচালনায় স্থানীয় শিল্পীদের নিয়ে যাত্রা পালা অনুষ্ঠিত হয়।