আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অপু বিশ্বাস

দক্ষিণ কোরিয়া

 

 দক্ষিণ কোরিয়া বিনোদনচর্চা :

চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ।বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করতে দেশ -বিদেশ ঘুরছেন তিনি। গত সপ্তাহে দুবাইয়ে একটি স্টেজ শোতে অংশ নিয়েছিলেন।

এবার তেমনই একটি শোতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ঢাকাই কুইন অপু বিশ্বাস। আগামী ২৩ সেপ্টেম্বর সিউলের আনসান ওয়া স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে তার অংশ নেয়ার কথা রয়েছে।

সেখানে স্থানীয় বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নিবেন তিনি। পরদিন ২৪ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, অভিনয়ের পাশাপাশি নিয়মিত আমি স্টেজ শোগুলো করছি। বেশ ভালো অভিজ্ঞতা হয় এতে। সে কারণেই দুবাই থেকে ফিরেই এখন দক্ষিণ কোরিয়া যাচ্ছি।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ – ২’ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছবিতে বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন তিনি।

এছাড়াও নচিকেতা চক্রবর্তীর ‘শর্টকাট’ ছবিতে কাজ করছেন অপু। ‘কানাগলি’ ছবির শুটিংয়ের কাজ শিঘ্রই শুরু করবেন বলে জানা গেছে।