সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ-টেকবাড়ী সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছালাউদ্দিন ভুঁইয়া এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজনীতিতে ক্লিন ইমেজ হিসেবে পরিচিত মশিউর রহমান তারেক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী ও পিতলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন হাসান খোকন, ইউপি সদস্য মোর্শেদ আলম, জিন্নাত আরা জিসান,জাকিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, সিরাজুল ইসলাম, আমান উল্লাহ,আব্দুল আহাদ, জুলহাস মিয়া, সুরুজ মিয়া, রূপগঞ্জ পল্লী উন্নয়ন নাগরিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,মুশুরী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী গোলাম রসুল ,রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। পরে অতিথিবৃন্দ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন।
প্রসঙ্গত , নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের প্রচেষ্টায় সকল ইউনিয়ন ও পৌরসভার ন্যায় রূপগঞ্জ ইউনিয়নের রাস্তা-ঘাটসহ ব্যাপক উন্নয়ন হচ্ছে ।