আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

থানায় চক্কর কাটছেন ধানের শীষের প্রার্থী কাশেমী

থানায় চক্কর কাটছেন

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে অন্যান্য প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত থাকলেও নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী থানায় চক্কর কেটে বেড়াচ্ছেন। তিনি গতকাল সিদ্ধিরগঞ্জ থানা ও ফতুল্লায় থানা পরিদর্শনে গিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজের পর তিনি মাঠে নামার ঘোষণা দিয়েও মাঠে নামতে পারেন নি। বিএনপির নেতাকর্মীদের সমর্থন আদায়ের আশায় বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন ধানের শীষের এ প্রার্থী।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী ফতুল্লার উত্তর তল্লার মো. নওশের আলীর ছেলে ইকবাল হোসেন, জমিয়তে ইসলাম বাংলাদেশের প্রার্থী সদর উপজেলার মুসলিম নগরের আব্দুল বারেকের ছেলে মনির হোসেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদর উপজেলার শাহসুজা রোড ভূঁইয়া পাড়ার ডা. হাবিবুর রহমানের ছেলে মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সদর উপজেলার এনায়েত নগরের মুহাম্মদ পিয়ার আলীর ছেলে মুহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের প্রার্থী সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়ার কুদ্দুস আলী মাতুব্বরের ছেলে ওয়াজি উল্লাহ মাতুব্বর ওজু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেন পাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে জসিম উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী উত্তর গোয়ালবন্দের শাহবুদ্দিন আহমেদের ছেলে শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী উত্তর চাষাড়ার একেএম শামছুজ্জোহার ছেলে একেএম শামীম ওসমান, বাসদের প্রার্থী গেন্ডারিয়ার আব্দুর রশীদ বেপারীর ছেলে সেলিম মাহমুদ।

নির্বাচনী মাঠ ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বিভিন্ন এলাকায় গনসংযোগ করছেন। তার সহধর্মিনীও জোরে শোরে গনসংযোগ করছেন। এলাকায় এলাকায় পোষ্টার লাগাচ্ছেন। মাইকিং করছেন। লিফলেট লাগাচ্ছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম পাঠানটুলি আইলপাড়া নতুন আইলপাড়া এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

তিনি ওই এলাকার প্রতিটি সড়কে পোষ্টারে ছেয়ে ফেলেছেন। মাইকিং চলছে জোরে শোরে। মানুষের মুখে মুখে রয়েছেন তিনি। ওই এলাকার অন্তত ৩ টি কেন্দ্রে সুষ্ঠু ভোট হলে তিনিই জয়লাভ করবেন বলে এলাকাবাসীর মুখে মুখে রয়েছেন তিনি। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহমুদ হোসেন বিভিন্ন পত্র পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি পাঠানোতে সীমাবদ্ধ রয়েছেন। অন্যান্য প্রার্থীরা ভোটের মাঠে নিরুদ্দেশ হয়ে রয়েছেন। কাউকেই খুঁজে পাচ্ছেন না ভোটারগন। অপরদিকে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী মাঠে নামতে চাইলে বিভিন্নভাবে বাধার কারনে মাঠে নামতে পারছেন না বলে নেতাকর্মীরা জানিয়েছেন। তিনি থানায় হাজিরা দিয়ে তার ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ বলেন, কাশেমী সাহেব সকালে থানায় এসেছিলেন আমাদের সাথে সৌজন্য সাক্ষাত করতে। তার সাথে বসে অনেক আলাপ আলোচনা হয়েছে। তার প্রচারনায় কোন বাধা দেওয়া হচ্ছে না।

স্পন্সরেড আর্টিকেলঃ