আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আভাস

ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের সঙ্গে বিমান পরিবহন চুক্তিসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করতে যাচ্ছে ।

গ্যাস ও তেলসমৃদ্ধ সাইপ্রাসে তুরস্কের নৌমহড়াকে অবৈধ আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়ন এসব সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইউরোপের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সাইপ্রাস উপকূলে তুরস্কের অব্যাহত এবং নতুন নৌতৎপরতায় ইউরোপীয় ইউনিয়ন দেশটির সঙ্গে সমন্বিত বিমান পরিবহন চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আংকারার সঙ্গে যেকোনো ধরনের উচ্চপর্যায়ের বৈঠকও ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।