আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তীব্র গরমে বাড়ছে শিশুদের নানা রোগ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা জুড়ে প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। বিশুদ্ধ পানির অভাবে হাহাকার করছে নগরীর সকল মানুষ। একটু ঠান্ডা বরফের অনুভূতির আশায় রাস্তার পাশে পান করছে দূষিত নানা রকম রঙ মেশানো তৈরী করা শরবত। আর এসব শরবত পান করার কারনে ডায়রিয়া ভাইরাস জ্বরে আক্রান্ত অনেকে।

জানা গেছে, তীব্র গরমে বাড়ছে শিশুদের জ্বর, কাশি, সর্দি ডায়রিয়া সহ নানা রোগ। আক্রান্ত হচ্ছে বেশীর ভাগ শিশুরা। সকল ডায়রিয়া জনিত, কাশি, সর্দি, ভাইরাস জ্বর আক্রান্ত রোগীদের কানায় কানায় পূর্ন ছিল শিশু ওর্য়াডগুলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপচেপড়া ভিড় নগরীর ৩শ শয্যা হাসপাতালে। কয়েকদিন প্রচন্ড গরমের কারনে শিশুদের প্রত্যেক ওয়ার্ডে শিশু রোগীর ভীড় ছিল বেশী। কর্তব্যরত নার্স ডাক্তাররা শিশুরোগীদের যথেষ্ট ভালোমানের সেবা দিয়ে যাচ্ছে। অনেক শিশুরোগীদের সুস্থ করে তোলে বাড়ী ফিরে যাচ্ছে। আবার অনেকে ভর্তি করার ফরম নিয়ে আসছে শিশু ওয়ার্ডে।

শিশু সাইমা সুস্থ হয়ে বাড়ী ফিরে যাচ্ছে এমন সময় তার পিতাকে জিজ্ঞাসাবাদে জানায়, আমার মেয়ে এখন সুস্থ তাই বাড়ী নিয়ে যাচ্ছি নগরীর দেওভোগ আমার বাড়ি। গরমে বাচ্চাদের আলাদা যত্ন না নিলে অসুস্থ হয়ে যায়।

কর্তব্যরত শিশু ডাক্তার জানান, গরমের দিনে শিশুদের ডায়রিয়া সহ নানা প্রকার রোগ এবং ভাইরাস জ্বরে আক্রান্ত হয় বেশী। গরমের দিনে বিশেষ করে পরিস্কার পরিচ্ছন্নতা জরুরী। তাছাড়া বাসি খাবার খাওয়া, খাবারে উপর ঢাকনা না রাখলে মশা মাছির উপদ্রপ থেকে নানা রকম রোগীর সৃষ্টি হয়ে শিশুদের শরীরে প্রবেশ করে। তাছাড়া শিশুদের প্রতি কিছু অবিভাবকের অবহেলা কারনে বাড়ছে শিশুদের নানা রোগ।