আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন মাস পেরিয়ে গেলেও তফসিল ঘোষনা হয়নি কুতুবপুরের সংরক্ষিত তিনটি ওয়ার্ডের !

 

ফতুল্লা প্রতিনিধি: কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার মোসাৎ রোকসানা হকের মৃত্যু পর এই তিনটি ওয়ার্ড শূন্য হয়ে পরেছে । তাই ভোটারদের মাঝে বইতে  শুরো করেছে নির্বাচনের হাওয়া  ,দির্ঘ তিন মাস পেরিয়ে গেলেও এখোনো তফসিল ঘোষনা করা হয়নি এই তিনটি ওয়ার্ডের ,তাই ভারপ্ত্রাত হয়ে কাজ চালাচ্ছে মহুুমা রোকসানা হকের মেয় এনবিএ অনামিকা হক ,তবে এলাকাবাসির দাবি এই শূন্য ওয়ার্ড গুলোতে নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন দেয়া হোক ।এরি মধ্যে অনেক প্রাথী আগাম নির্বাচনের প্রস্তুতি নি”্ধসেঢ়;ছন ।তবে বসে নেই ভোটারাও ওলিতে গলিতে বা চায়ের দোকানেও চালাচ্ছে তাদের পছন্দের প্রাথীর প্রচারোনা ,সব মিলিয়ে অপেক্ষের পালা ভোটার ও প্রাথীদের ।উলেক্ষে এই যে গত জুলাই মাসের ১৮ তারিখ দির্ঘ দিন অসুস্থ থাকার পরে ঢাকার ইসলামী ব্যাংক সেন্টার হাসপাতালে মারা যান মোসাৎ রোকসানা হক তাই শূন্য হয়ে পরেছে এই তিনটি সংরক্ষিত ওয়ার্ড ।