আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন মাসের শিশুটিকেও ছাড় দেয়নি করোনা

সংবাদচর্চা রিপোর্ট
করোনা। দিনকে দিন বেড়েই চলেছে ভাইরাসটির সংক্রমণ। যার ছোবল থেকে রেহাই পায়নি ৩ মাসের শিশুটিও। আজ শনিবার নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ঘটেছে এমন হৃদয় বিদারক একটি ঘটনা।

জানা গেছে, গত ১৬ এপ্রিল চাঁদপুর থেকে এক নারী তার শিশু বাচ্চাসহ সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডে আসেন। ওই নারীর শ্বশুর করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সেখান থেকে পালিয়ে এখানে চলে আসেন। বিষয়টি জানতে পেরে প্যানেল মেয়র-২ ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান স্থানীয় প্রশাসনের সহায়তায় বাড়িটি লক ডাউন করে দেয়। একই সাথে তাদের দুজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা করেন। আজ তাদের রিপোর্ট আসে এবং সেখানে করোনা পজিটিভ পাওয়া যায়।

এসএমআর