নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলী আহম্মদ চুনকার ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দেওভোগ আলী আহাম্মদচুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সভা অনুৃষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আমার পিতা সব সময় গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন ধর্মপরায়ন ব্যক্তি। আলী আহাম্মদ চুনকা পৌরসভার মেয়র হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করেছিলেন। তাই আমিও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর থেকে একের পর এক উন্নয়ন করে যাচ্ছি। আপনারা সবাই আমার পিতার জন্য দোয়া করবেন। এর আগে তিনি এই আওয়ামী লীগ নেতার স্বরণে শহরে র্যালী করেন। র্যালিটি শহরের ২ নস্বর রেলগেট থেকে শুরু হয়ে চাষাঢ়া দিয়ে ইসদাইর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে তিনি আলী আহম্মদ চুনকা, ভাষা সৈনিক নাগিনা জোহা, একে এম শামসুজ্জোহা এবং নাসিম ওসমানের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল সহ অনেকে ।