আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহিদা বাদ !

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে আসন্ন দুপ্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল ইসলামকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে তৃণমূল আওয়ামী লীগ। রোববার (১৪ নভেম্বর) বিকালে তৃণমূল আওয়ামী লীগের বিশেষ সভায় তাকে মনোনীত করা হয়।

নাজমুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর নিকট আত্মীয় । এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদা মোশারফ । তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তৃণমূল আওয়ামী লীগের ভোটে গেরে গিয়েছেন তিনি। দলীয় মনোনয়ন না পেলে শাহিদা মোশারফ কি করবেন তা নিয়েও স্থানীয়দের মাঝে আলোচনা হচ্ছে । কেউ কেউ তাকে অন্য পদ দেওয়া হতে পারে। এদিকে দুপ্তারা ইউনিয়নে ভোট নিয়ে শঙ্কা আছে। চেয়ারম্যান পদে ভোট নাও হতে পারে।

নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সম্প্রতি দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদা মোশারফ সংবাদচর্চাকে বলেন, আল্লাহ্ যদি নির্বাচন করায় অবশ্যই নির্বাচন করবো।