রূপগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে রূপগঞ্জে শ্রমিকদলের উদ্যেগে আলোচনাসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় হোড়গাও এলাকায় রূপগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি মোঃ আমীর হোসেন মিয়ার সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক প্রার্থী নুরে আলম বাবু, শ্রমিক দল নেতা দানিস মিয়া, ছালাউদ্দিন মানিক মিয়া, শফিক মিয়া, আব্দুল রহিম, ইকবাল খান, সুমন, মোখলেছ স্বপন, লুৎফর, মনির হোসেন, সোহরাব, জজ মিয়া, মনজুর হোসেন, মাইনুল, শামসু, খালেকুজ্জামান দিপু, আঃ রাজ্জাক, সোহবার মিয়া, রেজাউল প্রমূখ।
শ্রমিকদলের সভাপতি মোঃ আমীর হোসেন মিয়া বলেন, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নারায়নগঞ্জ বিএনপির সভাপতি কাজী মনিরের নেতৃত্বে রূপগঞ্জে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী স্বৈরাচারী সরকারকে হঠিয়ে দেশে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করতে আবার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য রূপগঞ্জ শ্রমিকদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

