রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ শ্রাবন, ৫ আগস্ট) রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে মাঠে ডেঙ্গু মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। জানা গেছে জানা নিজের টাকায় ফগার মেশিন কিনে হাছিনা মাঠে নেমেছেন । তার লক্ষ তারাব পৌর সভায় যাতে কেউ ডেঙ্গু আক্রান্ত না হয়। তিনি প্রত্যেকটা ওয়াডে ডেঙ্গু নিধন কার্যক্রম করবেন। ডেঙ্গু রোধে শিক্ষার্থীদের সচেতন করার জন্য হাছিনা গাজী তারাব পৌর সভার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সেমিনার করার কথা রয়েছে।
আজ মশা নিধন কার্যক্রম শেষে তারাব পৌরবাসির উদ্দেশ্যে হাছিনা গাজী বলেন, সবার বাড়ির চার পাশ পরিস্কার রাখতে হবে। কোথাও পানি জমা রাখবেন না। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, তারাব পৌর সভায় এখন পর্যন্ত কেউ ডেঙ্গু আক্রান্ত হয় নাই। আমরা পৌর সভার পক্ষ থেকে মশা নিধনে উদ্যোগ নিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয় আমরা খরব পেলে তার সু চিকিৎসার ব্যবস্থা করব।