আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব পৌর নির্বাচন পূর্ব ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সংবাদচর্চা অনলাইনঃ

রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের এ ব্রিফিং প্যারেড অনু্ষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ই জানুয়ারি এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সকলকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) জনাব মাহিন ফরাজী।

এছাড়াও জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার জনাব মতিউর রহমান এবং সহকারী রিটানিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ১৬ জানুয়ারি, ২০২১ তারিখ তারাব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে অদ্য ১৫ জানুয়ারি, ২০২১ তারিখ ব্রিফিং প্যারেড শেষে সকল নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অফিসার ফোর্স মোতায়েন সম্পন্ন হয়েছে। ব্রিফিং প্যারেডে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাহমুদুল হাসান সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।