আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাব পৌর নির্বাচনী দায়িত্বে যারা

নবকুমার:   রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সাধারণ নির্বাচন ( ২০২১) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনে পুলিশের মূল দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো: জায়েদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো: মেহেদী ইমরান সিদ্দিকী। এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। শুক্রবার ( ১৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম এ তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে তারাব পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে রয়েছে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন । ৬ টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, ৩ প্লাটুন বিজিবি , সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত , তারাবতে এবার ভোট হবে ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী রয়েছে ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। তারাব পৌরসভার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। প্রত্যেকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ ।  মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি। তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ ভোট। ভোট গ্রহণ শনিবার ( ১৬ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে। নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

এছাড়া মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এছড়া তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া।

সর্বশেষ সংবাদ