আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাব পৌরসভা পরিদর্শনে এলজিআরডি মন্ত্রী

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি)  মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। সোমবার  মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর উপর বীর প্রতীক গাজী সেতু পরিদর্শন শেষ তারাব পৌরসভা পরিদর্শনে যান তিনি । এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি)  মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানান তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। মন্ত্রী তারাব পৌরসভার উন্নয়নের জন্য মেয়রকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন,বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক , নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স‌চিব মোহাম্মদ হেলালু‌দ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জ‌সিম উ‌দ্দিন, এল‌জিই‌ডি’র প্রধান প্র‌কৌশলী সুশংকর চন্দ্র আচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আনছার আলী, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অনেকে।

পরে তারাবো পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখেন এলজিইডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।