নিজস্ব প্রতিবেদক : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব (কবরস্থান রোড) এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন, সামাজিক নিরাপত্তা, নিরাপদ ও আবাসিক এলাকা গড়ে তোলার লক্ষে অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাড়ীওয়ালাদের নিয়ে নাগরিক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা নিজেদেও মতামত প্রকাশ করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপদ বাসযোগ্য মহল্লার গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় আহবায়ক জনাব ওয়ালী উল্লাহ’র সঞ্চালনায় ও হাজী আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে জনাব হাজী জাহাঙ্গীর আলমের বাড়ীতে এই মত বিনিময় সভা আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা দাবী জানান যে, এলাকার প্রত্যেকটি প্রবেশ মুখে গেইট, সিসি ক্যামেরা স্থাপন ও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা গ্রহন করা হোক। রাত ১১ টার পর যেন কোন বহিরাগত এলাকায় মোটর সাইকেল ও একাধিক ব্যক্তি নিয়ে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপের জোর দাবী জানান।