আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাব পৌরসভার নতুন প্রশাসক সাইফুল ইসলাম

সংবাদচর্চা রিপোর্ট :

তারাব পৌরসভার নতুন প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। গত ২৩ সেপ্টেম্বর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর শাখা ১) থেকে নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত তিনি তারাব পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন।

এব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম দৈনিক সংবাদচর্চাকে বলেন, তারাব পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালনের চিঠি পেয়েছি মন্ত্রণালয় থেকে।
এছাড়া কাঞ্চন পৌরসভার প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর আগে তারাব পৌরসভার প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছিলেন মৌরিন করিম। গতকাল তার স্থলাভিষিক্ত হলেন সাইফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ