আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে ক‌রোনা প্রতিরোধে মান‌বিক সহায়তা বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ক‌রোনাভাইরা‌স প্রতিরোধে সংক্রমনকালীন মান‌বিক সহায়তা হি‌সে‌বে সাবান বিতরণ করা হয়েছে। সোমবার ( ১৬ নভেম্বর) দুপু‌রে তারা‌ব পৌরসভা অ‌ডি‌টো‌রিয়া‌মে এ সাবান বিতরণ করেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও পৌর মেয়র হাসিনা গাজী‌। এসময় তারাব পৌরসভার স‌চিব তাজুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার নির্বাহী প্র‌কৌশলী জেড এম আ‌নোয়ার, নারায়ণগঞ্জ জেলা জনস্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের নির্বাহী প্র‌কৌশলী খা‌লেদ সালাউদ্দিন, রূপগঞ্জ উপ‌জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অ‌ধিদপ্ত‌রের উপসহকারী প্র‌কৌশলী খায়েশা খাতুন , তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম মনির সহ অ‌নে‌কে। স্থানীয় সরকার বিভা‌গের আওতাভুক্ত জনস্বাস্থ্য প্র‌কৌশল অ‌ধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইউ‌নি‌সেফ সহায়তাপূষ্ট “ পা‌নি সরবরাহ, স্যা‌নি‌টেশন, স্বাস্থ্য শিক্ষা ” শীর্ষক প্রক‌ল্পের মাধ্য‌মে এ সহায়তা বিতরণ করা হয়।

একই দিনে তারা‌ব পৌর এলাকার ক্লি‌নিক সমু‌হের প্র‌তি‌নি‌ধি‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রেন মেয়র হাসিনা গাজী‌।

তারাব পৌরবাসীকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়ে হাছিনা গাজী বলেন , করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ। দ্রুত এই ভাইরাস একজনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। আমাদের সবাইকে পরিস্কার থাকতে হবে। তিনি আরও বলেন, সবাই মাস্ক পরুন সেবা নিন।