সংবাদচর্চা রিপোর্ট:
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে (২০২১) রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯ টি ওয়ার্ডে সরকার বরাদ্দকৃত নগদ অর্থ ও ভিজিএফ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দিকনির্দেশনায় এবং তারাব পৌর মেয়র হাছিনা গাজীর তত্ত্বাবধানে মঙ্গলবার ( ৪ মে) সকাল সাড়ে ৮ টায় পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়াসহ পৃথক পৃথক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে , পবিত্র ইদুল ফিতর উপলক্ষে (২০২১) তারাব পৌরসভার ৪ হাজার ৬ শত ২১ টি অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ২০ লাখ ৭৯ হাজার ৪ শত ৫০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া রমজান উপলক্ষে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ অর্থ বিতরণ করা হয়েছে।