আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তামান্না ভাটিয়ার রেকর্ড

দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া মুম্বাইয়ে বলিউড তারকাদের বেশি দামে ফ্ল্যাট কেনার রেকর্ড ভেঙে দিয়েছেন । বলিউডে তার কোনো ছবি হিট না হলেও তামিল সিনেমায় এ মুহূর্তে সেরা নায়িকাদের তালিকায় থাকা তামান্না মুম্বাইয়ের জুহু-ভেরসোভা লিঙ্ক রোডে সবচেয়ে দামি ফ্ল্যাট কিনে ফেলেছেন।

যে ফ্ল্যাটের প্রতি স্কোয়্যার ফুটের দাম প্রায় ৮১ হাজার টাকা। ফ্ল্যাটটি কিনতে তার খরচ হয়েছে ১৬ কোটি ৬০ লক্ষ টাকা। বেভিউ নামের ২২ তলা ভবনটির ১৪ তলায় তামান্নার ফ্ল্যাট। এ ফ্ল্যাটের যে কোনও দিক থেকেই সমুদ্র দেখা যায়। ফ্ল্যাটের ইন্টেরিয়রের জন্য তামান্না খরচ করেছেন ২ কোটি টাকা।

ব্যক্তিগত লিফ্ট ছাড়াও তামান্নার এ ফ্লোর থেকে যে দৃশ্য দেখা যায় তা অকল্পনীয় সুন্দর। আরব সাগরসহ মুম্বইয়ের সেরা ভিউটা দেখা যায় তামান্নার ফ্ল্যাটের এ অংশ থেকেই। আর এ কারণেই অঞ্চলটির যে কোনো ফ্ল্যাটের চেয়ে দ্বিগুণ বেশি দাম দিয়ে এ ফ্ল্যাট কিনতে হয়েছে তামান্নাকে। এ অঞ্চলে এত টাকা দামের স্কোয়্যারফুটের আর কোনো ফ্ল্যাট বিক্রি হয়নি।

তামান্নার কেনা এই ফ্ল্যাটের একটি বেডরুমের সর্বনিম্ন মূল্যই নাকি পাঁচ কোটি টাকা। ইতোমধ্যেই মুম্বাইয়ে লোখান্ডওয়ালা কমপ্লেক্সে বড় বাড়ি রয়েছে তার। দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয়ের সূত্রে তামান্নার চেন্নাইতেও নিজস্ব বিলাসবহুল বাড়ি আছে। ২০০৫ সাল থেকে ছবির জগতে আছেন তামান্না। দক্ষিণের সিনেমার তিনি সেরা নায়িকা।