ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ধানমন্ডি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আবুল কালাম আজাদ।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিতরণ শুরু ও জমা প্রদানের আহ্বান করে আওয়ামী লীগ।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হিসাবে ঢাকা-১০ আসন থেকে ব্যারিস্টার ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শুন্য হয়। ইতোমধ্যে ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করে মেয়র পদে বিজয়ী হন তাপস।
ঢাকা-১০ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন, মেজর ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (এফবিসিসিআই), অ্যাডভোকেট বশির আহমেদ, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান, কাজী মোর্শেদ হোসেন কামাল, মো. সাঈদ খোকন।